Thursday, August 21, 2025

বেরনো যাবে না বাড়ির বাইরে! রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যাবাসীদের জন্য ‘ক.ড়া’ যোগী সরকার

Date:

হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। সোমবারই রামলালার (Ramlala) মূর্তি স্থাপন করা হবে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে। ইতিমধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অযোধ্যায় উপস্থিত হয়েছেন। তবে লোকসভা নির্বাচনের আগে ধর্মপরীক্ষার নামে কোনও ফায়দা আদৌ গেরুয়া শিবির (BJP) তুলতে পারে কী না তা নিয়ে শুরু হয়েছে কর চর্চা। তবে রাম নামে কোনও কমতি রাখতে চাইছে না বিজেপি ও আরএসএস (RSS) হাইকম্যান্ড। রামনামে ভর করে দেশবাসীর মনে দাগ কাটতে বদ্ধ পরিকর মোদি সরকার (Modi Govt)।

ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি যোগীর ডবল ইঞ্জিন সরকার রবিবার থেকেই অযোধ্যায় সরকারি অনুমতি ছাড়া কোনও গাড়ি প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। ভক্তদের জন্যও আপাতত অযোধ্যার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে কোনও ভক্তই আর রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় আসতে পারবেন না। বন্ধ করে দেওয়া হয়েছে অযোধ্যা ধাম স্টেশনও। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও রবি ও সোমবার বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সোমবারই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল-সহ বিশিষ্টরা। আসছেন মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতি। পাশাপাশি উপস্থিত থাকার কথা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের।

তবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেকারণে মোদি সরকারের তরফে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মন্দির চত্বরে বসানো হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তার দায়িত্বে যেমন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি যেমন মোতায়েন থাকবে, তেমনই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, প্যারা কম্যান্ডো, উত্তর প্রদেশের জঙ্গি দমন শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারির জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর দলও উপস্থিত থাকবে। ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও।

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version