নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন কমিশনকে।
সাংসদের অভিযোগ, “এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই নাকি অনলাইনে ফর্ম ফিলআপ করা যাবে। কিন্তু এটা তো এতদিনের সিস্টেমই ছিল না। সাধারণ মানুষের কতজনেরই বা মোবাইল নম্বর এপিকের সঙ্গে যুক্ত আছে? আমারও নেই। এখন হঠাৎ করে এমন নিয়ম চাপিয়ে দেওয়া মানে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়।”
তৃণমূলের সাংসদের বক্তব্য, কমিশনের এমন ‘অবাস্তব’ নিয়মে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তিনি বলেন, “যতসব ফালতু কথাবার্তা বলে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ।”
তৃণমূল শিবিরের একাংশের দাবি, এই নতুন প্রক্রিয়া কার্যত ভোটার তালিকা সংশোধনের পথে বাধা তৈরি করবে। অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন – ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ
_
_
_
_
_
_
