Tuesday, August 26, 2025

বেরনো যাবে না বাড়ির বাইরে! রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যাবাসীদের জন্য ‘ক.ড়া’ যোগী সরকার

Date:

হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। সোমবারই রামলালার (Ramlala) মূর্তি স্থাপন করা হবে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে। ইতিমধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা শহর। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অযোধ্যায় উপস্থিত হয়েছেন। তবে লোকসভা নির্বাচনের আগে ধর্মপরীক্ষার নামে কোনও ফায়দা আদৌ গেরুয়া শিবির (BJP) তুলতে পারে কী না তা নিয়ে শুরু হয়েছে কর চর্চা। তবে রাম নামে কোনও কমতি রাখতে চাইছে না বিজেপি ও আরএসএস (RSS) হাইকম্যান্ড। রামনামে ভর করে দেশবাসীর মনে দাগ কাটতে বদ্ধ পরিকর মোদি সরকার (Modi Govt)।

ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি যোগীর ডবল ইঞ্জিন সরকার রবিবার থেকেই অযোধ্যায় সরকারি অনুমতি ছাড়া কোনও গাড়ি প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। ভক্তদের জন্যও আপাতত অযোধ্যার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে কোনও ভক্তই আর রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় আসতে পারবেন না। বন্ধ করে দেওয়া হয়েছে অযোধ্যা ধাম স্টেশনও। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদেরও রবি ও সোমবার বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সোমবারই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল-সহ বিশিষ্টরা। আসছেন মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতি। পাশাপাশি উপস্থিত থাকার কথা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের।

তবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেকারণে মোদি সরকারের তরফে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মন্দির চত্বরে বসানো হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তার দায়িত্বে যেমন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি যেমন মোতায়েন থাকবে, তেমনই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, প্যারা কম্যান্ডো, উত্তর প্রদেশের জঙ্গি দমন শাখা ও স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজরদারির জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর দলও উপস্থিত থাকবে। ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও।

 

 

 

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version