Friday, August 22, 2025

ত্রিস্তর পঞ্চায়েতে নিয়োগের পরীক্ষায় লাগবে না ফি, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় শূন্যপদে নিয়োগের ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। এবার সেই নিয়োগের পরীক্ষাও বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হল। মূলত পঞ্চায়েত এলাকার নিয়োগপ্রার্থীদের ওপর আলাদা করে টাকার বোঝা যাতে না চাপে তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রাজ্যে পঞ্চায়েতের ৭,২১৬ শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি। এই শূন্যপদের মধ্যে পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়কের পদ যেমন রয়েছে, তেমনই রয়েছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক, বিআইও পদও। আবার জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ গ্রুপ-ডি পদে নিয়োগেরই পরীক্ষা হবে।

এর আগে ত্রিস্তর পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আবেদনপত্রের জন্য ৩০০টাকা থেকে ৫০০টাকা পর্যন্ত ফি নেওয়া হত। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে মামলার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এমনকি সেইসব পরীক্ষার ফি নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার তাই পঞ্চায়েতে বিপুল সংখ্যক নিয়োগের ক্ষেত্রেই ফি নেওয়া বন্ধ করল রাজ্য সরকার।

সাত হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য পরীক্ষার ফি না নেওয়া হলে অনেক বেশি সংখ্যক চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে পারবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সরকারি পোর্টালে পাওয়া যাবে পরীক্ষার ফর্ম। এভাবে পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। ওই একই পোর্টাল থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version