Wednesday, August 27, 2025

উন্নয়নে বাংলায় খরচ বরাদ্দের ৬০ শতাংশের বেশি, তালিকায় লুটোপুটি গুজরাট, আসামের

Date:

Share post:

বাংলার উন্নয়নের টাকা আটকে রাজ্য় সরকারকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার করে এসেছে রাজ্য সরকার। উন্নয়নের (development) টাকা খরচের নিরিখে কেন্দ্র সরকারের রিপোর্টই প্রমাণ করছে গোটা দেশে তিন নম্বরে বাংলা। আর যে সব রাজ্যকে ডবল ইঞ্জিন সরকারের নিয়ন্ত্রণে এনে উন্নয়নের ভুরি ভুরি আশ্বাস দিয়েছিল বিজেপি, সেই সব রাজ্যের উন্নয়নে খরচের গড় জাতীয় গড়ের থেকেও নিচে। এরপরেও কেন্দ্রের বঞ্চনার তালিকাতে এক নম্বরেই থেকে যাবে বাংলা!

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Finance ministry) ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট প্রকাশিত হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) বরাদ্দের সবথেকে বেশি অর্থ খরচ করে প্রথম স্থানে তেলেঙ্গানা, দ্বিতীয়স্থানে অরুনাচল প্রদেশ। আর তৃতীয় স্থানেই বাংলা। কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট চলতি আর্থিক বর্ষে কেন্দ্রের বরাদ্দের ৬০ শতাংশের বেশি খরচ করেছে বাংলা। আর সেই তালিকায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ১৪ তম স্থানে, গুজরাট ১৭ তম স্থানে।

দেশের নিয়ম অনুসারে যে কোনও আর্থিক বর্ষে বরাদ্দের অন্তত ৬০ শতাংশ খরচ করতে হবে কোনও রাজ্যকে। খরচ করতে না পারলে পরবর্তী অর্থবর্ষে (financial year) সেই বরাদ্দ কমিয়ে দেবে কেন্দ্র সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ছিল ৪,৮০০ কোটি টাকা। তার মধ্যে ৩,৫০০ কোটির বেশি উন্নয়নমূলক খাতে খরচ করতে পেরেছে বাংলা। অন্যদিকে গুজরাট বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে সেই খরচের পরিমাণ ৬০ শতাংশের অনেক কম। এই তালিকায় আরও নিচের দিকে মহারাষ্ট্র, বিহারের জায়গা হয়েছে।

তবে এই রাজ্যে বিজেপি নেতারা বিধানসভা নির্বাচনের আগে প্রচার চালিয়েছিলেন এই বলে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বন্যা বয়ে যাবে। বাস্তবে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে সব রাজ্যে বিজেপি এভাবে ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছে সেখানে উন্নয়নের ভাঁড়ে মা ভবানী।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...