Wednesday, August 27, 2025

শীর্ষ নেতৃত্ব বয়কট করলেও রামমন্দির উদ্বোধনের হাজির কংগ্রেসের মন্ত্রী

Date:

দলের শীর্ষ নেতারা রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান কার্যত বয়কট করলেও, উলটো পথে হাঁটলেন গোবলয়ের কংগ্রেস নেতারা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং।

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী এবং মনমোহন সিংকে। তবে এই অনুষ্ঠান কার্যত বয়কট করে কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়, “ধর্ম প্রত্যকের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে ধরেছে।” এবং কংগ্ৰেস নেতারা যে এই অনুষ্ঠানে যাবেন না সেটাও স্পষ্ট করে দেওয়া হয়।

তবে প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা হয়েছে হাত শিবিরের অন্দরেই। কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম সাফ জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত খুবই হতাশাজনক। রাম ভারতের আত্মা। রামবিহীন ভারতের কথা চিন্তাও করা অসম্ভব। সেই একই সুর শোনা গেল হিমাচল প্রদেশের কংগ্রেস মন্ত্রী গলাতেও। সোমবার রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকতে সোজা অযোধ্যায় পৌঁছে যান তিনি।

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version