Saturday, November 15, 2025

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে আমন্ত্রণ এসে পৌঁছেছে।জানা গিয়েছে, এআইসিসির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মোহাম্মদ সেলিমের ফোনে কথা হয়েছে।ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৬ তারিখ পশ্চিমবঙ্গে এসে পৌঁছাচ্ছে। যদিও ২৬ এবং ২৭ তারিখ রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৮ তারিখে সিপিআইএমকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি এই রাজ্য থেকে প্রদীপ ভট্টাচার্যও ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমকে এমনটাই জানা গিয়েছে।সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বুঝে সিপিআইএম কংগ্রেসের এই ন্যায় যাত্রায় তাদের প্রতিনিধি পাঠাবে। যদিও শীর্ষ নেতৃত্ব না থাকলেও অন্য প্রতিনিধি বা জেলা নেতৃত্ব থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ইন্ডিয়া জোটে তৃণমূল যেভাবে আসন রফার কথা বলেছে এবং যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসনরফা নিশ্চিত না হয়, তাহলে সমীকরণ বদলে যেতে পারে। সেক্ষেত্রে বামেদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে কংগ্রেস। যদিও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দিল্লির সায় না পেলেও রাজ্যে কিন্তু তাদের অন্য সুর।যদিও আলিমুদ্দিনের তরফে অফিসিয়ালি কোনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আগামী ২৬ তারিখ রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।

 

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version