Tuesday, August 26, 2025

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে আমন্ত্রণ এসে পৌঁছেছে।জানা গিয়েছে, এআইসিসির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মোহাম্মদ সেলিমের ফোনে কথা হয়েছে।ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৬ তারিখ পশ্চিমবঙ্গে এসে পৌঁছাচ্ছে। যদিও ২৬ এবং ২৭ তারিখ রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৮ তারিখে সিপিআইএমকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি এই রাজ্য থেকে প্রদীপ ভট্টাচার্যও ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমকে এমনটাই জানা গিয়েছে।সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বুঝে সিপিআইএম কংগ্রেসের এই ন্যায় যাত্রায় তাদের প্রতিনিধি পাঠাবে। যদিও শীর্ষ নেতৃত্ব না থাকলেও অন্য প্রতিনিধি বা জেলা নেতৃত্ব থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ইন্ডিয়া জোটে তৃণমূল যেভাবে আসন রফার কথা বলেছে এবং যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসনরফা নিশ্চিত না হয়, তাহলে সমীকরণ বদলে যেতে পারে। সেক্ষেত্রে বামেদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে কংগ্রেস। যদিও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দিল্লির সায় না পেলেও রাজ্যে কিন্তু তাদের অন্য সুর।যদিও আলিমুদ্দিনের তরফে অফিসিয়ালি কোনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আগামী ২৬ তারিখ রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।

 

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...
Exit mobile version