Sunday, November 16, 2025

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারে সিপিআইএম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে আমন্ত্রণ এসে পৌঁছেছে।জানা গিয়েছে, এআইসিসির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মোহাম্মদ সেলিমের ফোনে কথা হয়েছে।ভারত জোড়ো ন্যায় যাত্রা ২৬ তারিখ পশ্চিমবঙ্গে এসে পৌঁছাচ্ছে। যদিও ২৬ এবং ২৭ তারিখ রেস্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৮ তারিখে সিপিআইএমকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি এই রাজ্য থেকে প্রদীপ ভট্টাচার্যও ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমকে এমনটাই জানা গিয়েছে।সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বুঝে সিপিআইএম কংগ্রেসের এই ন্যায় যাত্রায় তাদের প্রতিনিধি পাঠাবে। যদিও শীর্ষ নেতৃত্ব না থাকলেও অন্য প্রতিনিধি বা জেলা নেতৃত্ব থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ইন্ডিয়া জোটে তৃণমূল যেভাবে আসন রফার কথা বলেছে এবং যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসনরফা নিশ্চিত না হয়, তাহলে সমীকরণ বদলে যেতে পারে। সেক্ষেত্রে বামেদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে কংগ্রেস। যদিও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দিল্লির সায় না পেলেও রাজ্যে কিন্তু তাদের অন্য সুর।যদিও আলিমুদ্দিনের তরফে অফিসিয়ালি কোনও কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আগামী ২৬ তারিখ রাহুল গান্ধীজির সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাটে প্রবেশ করবে। তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে যাবে বিহারের পথে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version