সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

রাজ্যে একের পর এক মামলা তিমিরে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও এখনও নিষ্পত্তি হয়নি একাধিক মামলার। যা নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ধমকের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (Enforcement Directorate)। তবুও লাভের লাভ কিছুই হয়নি। ইতিমধ্যে সন্দেশখালির (Sandeskhali) ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিটের তদন্তকারী দলের সিবিআই আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চ-পদস্থ আধিকারিকদের থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ (Single Bench)। কিন্তু ফের নিজেদের জাহির করতে ময়দানে ইডি। সূত্রের খবর, ইডির দাবি সিট নয়, সন্দেশখালীর ঘটনার পুরো তদন্তের ভার দেওয়া হোক সিবিআইকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে এনফোর্স ডিরেক্টরেট বলে সূত্রের খবর। দ্রুত এই মর্মে আবেদন করা হবে বলে জানা যাচ্ছে।

সন্দেশখালির ঘটনায় মোট তিনটি মামলা রুজু হয় ন্যাজাট থানায়। তার মধ্যে একটি এফআইআর দায়ের করেন ইডি আধিকারিকরা। স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করে পুলিশও। তৃতীয় এফআইআর-টি করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার। এদিকে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী এর মধ্যে প্রথম দুটি এফআইআর এর তদন্ত করবে সিট। তবে সূত্রের খবর, ইডি চাইছে না রাজ্য পুলিশের উপস্থিতি। সেই কারণে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা।

যদিও রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে পুলিশ নিজের যাবতীয় কর্তব্য পালন করেছে। এমনকী বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

 

 

 

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleরাম নিয়ে তুঙ্গে উ.ন্মাদনা! কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যায় মন্দির উদ্বোধনের সাক্ষী বিশিষ্টরা