Thursday, August 21, 2025

সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

Date:

রাজ্যে একের পর এক মামলা তিমিরে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও এখনও নিষ্পত্তি হয়নি একাধিক মামলার। যা নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ধমকের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (Enforcement Directorate)। তবুও লাভের লাভ কিছুই হয়নি। ইতিমধ্যে সন্দেশখালির (Sandeskhali) ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিটের তদন্তকারী দলের সিবিআই আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চ-পদস্থ আধিকারিকদের থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ (Single Bench)। কিন্তু ফের নিজেদের জাহির করতে ময়দানে ইডি। সূত্রের খবর, ইডির দাবি সিট নয়, সন্দেশখালীর ঘটনার পুরো তদন্তের ভার দেওয়া হোক সিবিআইকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে এনফোর্স ডিরেক্টরেট বলে সূত্রের খবর। দ্রুত এই মর্মে আবেদন করা হবে বলে জানা যাচ্ছে।

সন্দেশখালির ঘটনায় মোট তিনটি মামলা রুজু হয় ন্যাজাট থানায়। তার মধ্যে একটি এফআইআর দায়ের করেন ইডি আধিকারিকরা। স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করে পুলিশও। তৃতীয় এফআইআর-টি করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার। এদিকে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী এর মধ্যে প্রথম দুটি এফআইআর এর তদন্ত করবে সিট। তবে সূত্রের খবর, ইডি চাইছে না রাজ্য পুলিশের উপস্থিতি। সেই কারণে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা।

যদিও রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে পুলিশ নিজের যাবতীয় কর্তব্য পালন করেছে। এমনকী বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

 

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version