Sunday, November 9, 2025

সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ, আলোর রোশনাইতে ভাসছে রামমন্দির

Date:

সকালে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তির। সন্ধ্যে নামতেই অপরুপ সাজে সেজে উঠল অযোধ্যা।হাজার হাজার ভক্তের উপস্থিতিতে একদিকে প্রদীপের আলো অন্যদিকে লেজার শোয়ের ঝলকানি। রামলালার “প্রাণপ্রতিষ্ঠা”কে কেন্দ্র করে অযোধ্যায় যেন অকাল দীপাবলি। সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। আলোর রোশনাই নতুন রামমন্দিরেও।শুধু রামমন্দির নয়, পুরো অযোধ্যা জুড়ে আলো দিয়ে সাজানো হয়েছে। অধিকাংশ জায়গায় সূর্য অস্ত যেতেই প্রদীপ জ্বালানো হয়েছে। মূল মন্দিরের সামনের অংশে বিভিন্ন রঙের আলোর রোশনাইতে ঝলমল করছে।
রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত। এছাড়াও বিভিন্ন শিল্পীরা অযোধ্যা গিয়ে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান করছেন।সন্ধ্যেতে কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব পালন করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিটি প্রান্তে এই দীপাবলি উদযাপিত করার অনুরোধ করেছিলে তিনি। সম্বলপুরে মহানদীর তীরেও লক্ষাধিক প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়েছে। মহানদীর তীরে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়েছে। নানা রঙের আলোতে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা। এলইডি আলোতে সাজিয়ে তোলা হয়েছে রামমন্দির চত্বর।নানা রঙের এলইডির তোরণ, ফুল, স্পটলাইট ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে রামমন্দির চত্বর। নদীর জলের উপর সেই আলোর প্রতিচ্ছবি সত্যিই অপূর্ব।শুধু আলোই নয়, স্থানীয় বিভিন্ন শিল্প-কলা কলেজের ছাত্র-ছাত্রীদের তুলি, হাতের কাজে সেজে উঠেছে অযোধ্যার বিভিন্ন রাস্তার পাশের দেওয়াল।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version