সকালে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তির। সন্ধ্যে নামতেই অপরুপ সাজে সেজে উঠল অযোধ্যা।হাজার হাজার ভক্তের উপস্থিতিতে একদিকে প্রদীপের আলো অন্যদিকে লেজার শোয়ের ঝলকানি। রামলালার “প্রাণপ্রতিষ্ঠা”কে কেন্দ্র করে অযোধ্যায় যেন অকাল দীপাবলি। সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। আলোর রোশনাই নতুন রামমন্দিরেও।শুধু রামমন্দির নয়, পুরো অযোধ্যা জুড়ে আলো দিয়ে সাজানো হয়েছে। অধিকাংশ জায়গায় সূর্য অস্ত যেতেই প্রদীপ জ্বালানো হয়েছে। মূল মন্দিরের সামনের অংশে বিভিন্ন রঙের আলোর রোশনাইতে ঝলমল করছে।
রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত। এছাড়াও বিভিন্ন শিল্পীরা অযোধ্যা গিয়ে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান করছেন।সন্ধ্যেতে কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব পালন করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ, আলোর রোশনাইতে ভাসছে রামমন্দির
Date:
Share post: