Sunday, May 4, 2025

সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ, আলোর রোশনাইতে ভাসছে রামমন্দির

Date:

সকালে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তির। সন্ধ্যে নামতেই অপরুপ সাজে সেজে উঠল অযোধ্যা।হাজার হাজার ভক্তের উপস্থিতিতে একদিকে প্রদীপের আলো অন্যদিকে লেজার শোয়ের ঝলকানি। রামলালার “প্রাণপ্রতিষ্ঠা”কে কেন্দ্র করে অযোধ্যায় যেন অকাল দীপাবলি। সরযূর ঘাটে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। আলোর রোশনাই নতুন রামমন্দিরেও।শুধু রামমন্দির নয়, পুরো অযোধ্যা জুড়ে আলো দিয়ে সাজানো হয়েছে। অধিকাংশ জায়গায় সূর্য অস্ত যেতেই প্রদীপ জ্বালানো হয়েছে। মূল মন্দিরের সামনের অংশে বিভিন্ন রঙের আলোর রোশনাইতে ঝলমল করছে।
রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত। এছাড়াও বিভিন্ন শিল্পীরা অযোধ্যা গিয়ে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান করছেন।সন্ধ্যেতে কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব পালন করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিটি প্রান্তে এই দীপাবলি উদযাপিত করার অনুরোধ করেছিলে তিনি। সম্বলপুরে মহানদীর তীরেও লক্ষাধিক প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়েছে। মহানদীর তীরে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়েছে। নানা রঙের আলোতে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা। এলইডি আলোতে সাজিয়ে তোলা হয়েছে রামমন্দির চত্বর।নানা রঙের এলইডির তোরণ, ফুল, স্পটলাইট ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে রামমন্দির চত্বর। নদীর জলের উপর সেই আলোর প্রতিচ্ছবি সত্যিই অপূর্ব।শুধু আলোই নয়, স্থানীয় বিভিন্ন শিল্প-কলা কলেজের ছাত্র-ছাত্রীদের তুলি, হাতের কাজে সেজে উঠেছে অযোধ্যার বিভিন্ন রাস্তার পাশের দেওয়াল।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version