Monday, August 25, 2025

বইমেলায় বামেদের থেকে “ইনসাফ যাত্রার ডায়েরি” উপহার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন বামেদের যুব সংগঠন যুবশক্তির স্টলে। তাঁকে দেখে আপ্লুত বাম যুব সমাজের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে তাঁর হতে তুলে দেওয়া হয় ইনসাফ যাত্রার ডায়েরি!

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ১৬ বছর পর ফের ব্রিগেডে একক শক্তিতে সিপিএমের যুব সংগঠন সমাবেশ করে। তার আগে গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। যা রাজ্যের সমস্ত জেলা ছুঁয়েছে। আর ৭ জানুয়ারি ব্রিগেডে ছিল তার সমাপ্তি সমাবেশ।

২০০৮ সালে শেষবার একক শক্তিতে ব্রিগেড সমাবেশ করেছিল ডিওয়াইএফআই। রাজ্যে তখন ছিল বামফ্রন্ট সরকার। তারপরের দেড় দশকে রাজ্য রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। বিধানসভায় শূন্য হয়ে গিয়েছেন বামপন্থীরা৷ ১৬ বছর পর একক শক্তিতে ব্রিগেড সমাবেশ করে ডিওয়াইএফআই।

কোচবিহার থেকে কলকাতা, কাকদ্বীপ থেকে কালনা, ইনসাফ যাত্রায় গোটা রাজ্য চষে ফেলেন বামেদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম যুব সংগঠনের নেতৃত্ব।

অন্যদিকে, ৫০দিনের ‘ইনসাফ যাত্রা’র সাফল্য নিয়ে একটি বই প্রকাশ করে ডিওয়াইএফআই। যার পোশাকি নাম ‘ইনসাফ যাত্রার ডায়েরি’! যেখানে আভাস রায় চৌধুরী থেকে শুরু করে মিনাক্ষী মুখোপাধ্যায়, কলতান, ধ্রুবজ্যোতি সাহা সহ প্রাক্তন ও বর্তমান ডিওয়াইএফআই নেতাদের লেখা রয়েছে। যা ছাত্রযুবদের উদ্বুদ্ধ করবে বলে যাবি সিপিএমের যুব সংগঠনের। এদিন বইমেলায় সেই বইটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেয় বামেদের যুব সংগঠন।

আরও পড়ুন- বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে চাঁদের হাট, জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন শাস্ত্রী ও ইঞ্জিনিয়ার

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version