Thursday, August 28, 2025

রাজনীতির মঞ্চে লড়াই করতে না পেরে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র (BJP Government)। বিষয়টা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শাসক দল তৃণমূল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ এই নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আন্দোলনের জেরে কার্যত চাপে পড়ে ব্যর্থ হয়েই এই পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র, বলেই অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতেই বহু প্রতীক্ষিত কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এই বৈঠক হবে বলে খবর। রাজ্যের ন্যায্য পাওনা নিয়ে রাজধানীর বুকে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি (Narendra Modi) আশ্বাস দিয়েছিলেন বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে চাপে পড়ে আলোচনায় বসতে বাধ্য হলেও লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কোনমতেই বাংলার টাকা ছাড়বে না বিজেপি সরকার। কার্যত বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছেন মোদি- শাহরা। একুশের নির্বাচনের পর থেকে যেভাবে প্রত্যেক মুহূর্তে বাংলায় পরাজয়ের মুখ দেখছে গেরুয়া শিবির তাতে বদলার রাজনীতি চরিতার্থ করতেই এভাবে বাংলার মানুষের টাকা আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা, এমনটাই অভিযোগ তৃণমূলের (TMC)। কেন্দ্রের তরফে এই মঙ্গলবারের বৈঠক নিছকই লোকদেখানো হতে চলেছে বলেই মত শাসক শিবিরের।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version