Monday, August 25, 2025

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কিন্তু ২২ জানুয়ারি ছুটি! তৃণমূলের সুরে কেন্দ্রকে নিশানা সুজনের

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীকে মালদহে নেতাজি জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে সামিল করেছিলেন তৃণমূল (TMC) নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhuri)। মঞ্চে বলতে উঠে তৃণমূলের সুরে সুর মিলিয়েই কেন্দ্রকে তুমুল আক্রমণ করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা না করা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএম নেতা। একই সঙ্গে ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অর্ধদিন ছুটি ঘোষণা নিয়েও কটাক্ষ করেন তিনি।

মালদহের শহরে সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে ইংরেজবাজার পুরসভা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ তৃণমূল নেতৃত্ব। দলীয় কাজে এই মুহূর্তে মালদহে রয়েছেন সুজন চক্রবর্তীও। এদিন এই অনুষ্ঠানে নেতাজিকে শ্রদ্ধা জানানো ইচ্ছে প্রকাশ করেন সিপিএম নেতা। সৌজন্যের খারিতে রাজি হন কৃষ্ণেন্দুনারায়ণ। মঞ্চে উঠে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বলেন, ‘‘দিল্লিতে যে দল সরকার চালাচ্ছে, তারা ২৩ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেনি। অথচ, ২২ জানুয়ারি তারা অর্ধদিবস ছুটি ঘোষণা করে।’’ তাঁর কথায় সমর্থন জানান তৃণমূল নেতৃত্বও। এর আগে এদিন রেড রোডের অনুষ্ঠানে থেকে নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা না করার জন্য মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তবে, ইংরেজবাজার পুরসভার উদ্যোগে নেতাজি মোড়ে সুভাষচন্দ্রের জন্মদিন পালনের অনুষ্ঠানের জন্য রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে মত দুপক্ষের। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কুষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুরসভার তরফে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়। সেখানে সিপিএম নেতা সুজন চক্রবর্তী শ্রদ্ধা জানাতে চান। ‘‘আমরা পুরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম। ঠিক ওই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন। আমরা তাঁকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে। এটা আণাদের সৌজন্য, আমাদের নাগরিক দায়িত্ব।’’

সুজনের কথায়, ‘‘মালদহ শহরে যে ভাবে স্কুল, ক্লাব, পুরসভা থেকে বামেরা— সবাই মিলে প্রোগ্রাম করে সেটা খুবই ভাল। আর আমরা সবাই নেতাজির ভক্ত। দেশপ্রেমিক মানুষ। এখানে বামফ্রন্ট যেমন রয়েছে, ক্লাব এবং পুরসভাও ছিল। তাঁরাই অর্গানাইজ করেছে। এর সঙ্গে কোনও দলের সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।’’

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...