ক্রমাগত বন্দুকবাজ ও সাধারণ মানুষের বিবাদে গুলি চলার ঘটনা বেড়ে চলেছে আমেরিকায়। এবার এরকমই এক বন্দুকবাজকে ধরতে গেলে নিজেই নিজেকে শেষ করে দেয় বন্দুকবাজ যুবক। তবে আত্মহত্যার আগে সাতজনকে খুন করে বলে দাবি জলিয়েট পুলিশের (Joliet Police)।
রবিবার টেক্সাসের জলিয়েট ও ইলিনয়েস (Illinois) এলাকায় দুটি গুলি চলার ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। একটি বাড়িতে পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়। অন্য বাড়িটিতে দুজনের মৃতদেহ উদ্ধার হয়। এমনকি এই দুজনকে কবে গুলি করে মারা হয়েছে তা নিয়েও সন্দেহ দানা বাঁধে পুলিশের মধ্যে। এরপরই তদন্তে নেমে দুটি বাড়ির কাছেই একটি গাড়ির উপস্থিতি নজরে আসে পুলিশের।
জলিয়েট পুলিশ তদন্তে নেমে জানতে পারে লাল রঙের গাড়িটি রোমিও ন্যান্সি (২৩) নামে এক যুবকের। এরপরই শুরু হয় তাঁর খোঁজ। মৃতরা অনেকেই পারিবারিক সূত্রে ন্যান্সির সঙ্গে যুক্ত বলেও জানতে পারে পুলিশ। এরপর খুনের জায়গা থেকে প্রায় ১০০০ মাইল দূরে নাটালিয়া (Natalia) এলাকায় তাঁকে খুঁজে পায় পুলিশ। কিন্তু ফেডেরাল ল এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতেই নিজেকে একটি হাত বন্দুক দিয়ে শেষ করে দেয় ন্যান্সি।
তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে সাধারণ আমেরিকাবাসীর নিরপত্তা। মৃতদের মধ্যে নাইজেরীয় (Nigerian) নাগরিকেরও সন্ধান পেয়েছে পুলিশ। তবে কেন খুন হতে হল এই সাতজনকে তা জানতে অনুসন্ধান চলছে। পাশাপাশি গত ৩০ বছরে ইলিনয়েস এলাকায় সবথেকে জঘন্য অপরাধ বলে এই ঘটনাকে ধরা হয়েছে।