Thursday, August 28, 2025

মেডিক্যালে ভর্তি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ঘিরে বিভ্রান্তি!

Date:

বুধবার দুপুর থেকে সরগরম কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)চত্বর, সৌজন্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)একটি নির্দেশ। বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিভিসন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মৌখিক আর্জি জানায় রাজ্যের এজি। এরপরই মেডিক্যাল কলেজ মামলায় দেওয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলে খবর। কিন্তু তা কার্যকরী হবে কী না সেটা স্পষ্ট নয়। এরপরই ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন মৌখিক আর্জির ভিত্তিতে এভাবে কোনও নির্দেশের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে। তাই ডিভিশন বেঞ্চের শুনানি চলার সময় যে লাইভ স্ট্রিমিং হয়েছে তার ফুটেজ দেখতে চান তিনি। রাজ্যের তরফে তা দেখানো সম্ভব না হলে সিবিআইকে এফআইআরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আর এই গোটা ঘটনা ঘটল মাত্র ঘণ্টা খানেকের মধ্যে।

এমবিবিএস পরীক্ষায় ভুয়ো শংসাপত্র ব্যবহার করে মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করে আদালতে মামলা করেছিলেন ইতিশা সোরেন।এই মামলাটি গত বছর থেকেই চলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বুধবার কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তারপরের এক ঘণ্টার মধ্যেই এত কাণ্ড। সব মিলিয়ে কিছুটা হলেও বিভ্রান্তির সৃষ্টি হয়ে আদালত চত্বরে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version