Wednesday, November 12, 2025

কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পূর্ব বর্ধমানের (Bardhawan) সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। বলেন, বিনা পয়সায় আমরা রেশন দিই। মা মাটি মানুষের সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। কেন্দ্র সরকার রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ।তাদের বাক্স একদিন ফুটো হয়ে যাবে। কেন্দ্রের গৈরিকীকরণ নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমাদের জিএসটির টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। আবার বলছে বলছে ঘরে ঘরে জল দিচ্ছি। আমরাই পাইপ কিনছি, জল সরবরাহ করছি, সব করছি আর ওরা মিথ্যা বলছে ভোটের জন্য। কিন্তু মিথ্যা কথা বলে পার পাবে না। সবটাই আমরা করছি আর ওদের কাজ কেবল আমায় গালি দেওয়া।“ মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের প্রাপ্য শেয়ার আমাদের দেয় না। তা বলে আমরা দুর্বল নই। ২০২২-২০২৩-এ এক টাকাও দেয়নি। আমরা ৪০ দিনের কাজ করিয়েছি।“

এরপরেই কেন্দ্রের গেরুয়া রং ও লোগোর ফতোয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “ওরা বলছে টাকা দেবো না, সব গেরুয়া রং করতে হবে। বলছে ৬ মাসের জন্য চাল দেবে। ব্যাগে ওদের ছবি থাকবে। আমি হতে দেবো না।“

মঙ্গলবারের পরে বুধবারও নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি না দেওয়ার বিষয় নিয়ে সরব হন মমতা। বলেন, “ধর্মের জন্য ছুটি দিচ্ছ। আর নেতাজির জন্মদিনে ছুটি নেই। তাঁর মৃত্যুদিন কবে আজও জানলাম না। লজ্জা লজ্জা। বাংলার মনীষীদের নিয়ে অনেক অসম্মান করেছে। অসম্মান করলেই আমরা রুখে দাঁড়াবো।“

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্ধমানে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়করাও। ছিলেন মুখ্যসচিব-সহ একাধিক আধিকারিক। ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক। মঞ্চের পাশে শিল্পীদের স্টলও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version