Saturday, August 23, 2025

গুরুত্বপূর্ণ আসনে জয়, স্বস্তির মাঝেও দু.শ্চিন্তা পিছু ছাড়ছে না ট্রাম্পের

Date:

আমেরিকার প্রেসিডেন্ট (America President) হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন তিনি। আর এমন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? অন্যদিকে এই আসনে কোনও প্রচার ছাড়াই জয়লাভ করেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনও (Joe Biden)। আর দুজনেই জয়ের ফলে প্রেসিডেন্ট পদে দড়ি টানাটানি খেলায় দুজনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে।

৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পরই বেজায় চটেছেন হ্য়ালি। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লড়াই জারি থাকবে। এই দৌড় এখনও শেষ হয়নি। গন্তব্যের এখনও অনেক পথ বাকি রয়েছে। অন্যদিকে, মার্কিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রাটিক প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসনে “রাইট-ইন’ প্রার্থী ছিলেন বাইডেন। তিনি প্রচারেও আসেননি, ব্যালটে ভোটও দেননি। তবে ডেমোক্রাট পার্টির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ সামনে এসেছে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই দিকে দিকে জমে উঠছে খেলা। রিপাবলিকান দলের মধ্যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি আইওয়া প্রদেশের রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিপক্ষকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন ট্রাম্প। তবে তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকায় একের পর এক নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি অংশ নিতে পারেন কী না সেদিকে কড়া নজর থাকবে।

 

 

 

Related articles

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...
Exit mobile version