Wednesday, November 12, 2025

হাতে মাত্র আটদিন, ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parsad)এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার পরীক্ষার নয়া নির্ঘণ্ট প্রকাশ করে এ বার্তা জানানো হয়। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি শিক্ষক সংগঠন। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)এজলাসে দায়ের হয় এই মামলা।

পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এবছর এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এতদিন বেলা ১২টায় এই পরীক্ষা শুরু হলেও এই বছর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করে যে পড়ুয়াদের কথা না ভেবে, কারও সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম শহর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীর সমস্যায় পড়বেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা নিজের কেন্দ্রে হয় না তা এই শীতের সকালে তাড়াতাড়ি ট্রেনে বাসে করে অন্য পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা হতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটি গ্রহণ করেন। আদালত সূত্রে খবর ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version