লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রতিশ্রুতির পাহাড় তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রামমন্দির প্রতিষ্ঠায় পুরোহিতদের ব্যাকফুটে রেখে ধর্ম নিয়ে রাজনীতি শেষ হতে না হতেই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এরপরই ধেয়ে এসেছে বিরোধীদের কটাক্ষ। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য স্থির করা হয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পর ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ লঞ্চ করার কথে জানান নরেন্দ্র মোদি। সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অতিরিক্ত অর্থও প্রদান করবে বলে জানানো হয়।এরপরই সরব হন বিরোধীরা। নির্বাচনের কথা মাথায় রেখে মোদি একাধিক প্রতিশ্রুতির নামে মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের নতুন লক্ষ্য ঘোষণা করেছেন। কিন্তু বাস্তব চিত্রটা হল, বিগত ১০ বছরের বিজেপি শাসনে ১০ লক্ষ বাড়িতেও ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়নি। এর আগে, মোদি সরকার ২০২২ সালের মধ্যে ৪০ গিগাওয়াট ছাদে সৌর প্যানেল স্থাপনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি। এবারও সেই একই স্ট্রাটেজি ধরে ভোট বৈতরণী পার করার আশা করছে বিজেপি। এটা ‘জুমলা’ ছাড়া কিছুই নয়।