Thursday, August 21, 2025

আজই পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস মমতার

Date:

পূর্ব বর্ধমান (East Burdwan) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রের খবর, এদিনের প্রশাসনিক সভা থেকে ৮৩৮ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের ৩০ ও পশ্চিম বর্ধমানের ২০ উপভোক্তার হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, বুধবারের প্রশাসনিক সভা থেকে জেলার ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।

এছাড়া বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কথা এদিনের সভা থেকে ঘোষণা করবেন মমতা। ২৬ কিলোমিটার রাস্তা সংস্কারে সরকারের খরচ হবে ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা। এই রাস্তার কাজ শেষ হলে দক্ষিণ দামোদরের পাশাপাশি উপকৃত হবেন হুগলি এবং বাঁকুড়া জেলার বাসিন্দারাও। অন্যদিকে, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ৪ কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস তৈরি হবে চাঁচাই গ্রামে। এছাড়াও কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন ছাড়াও সংস্কার হওয়া ৩৯০ রাস্তার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রীর বুধবারের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার বিষয়টিও।

 

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version