রাজ্য জুড়ে অকাল বৃষ্টি, দুপুর থেকেই ভিজলো তিলোত্তমা!

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস আগেই ছিল, সেইমতোই বুধের সকাল থেকেই অকাল বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গ (South bengal weather)। দুপুর গড়াতেই মেঘলা আকাশ বদলে গেল বৃষ্টিস্নাত আবহাওয়ায়। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিতে যানজট বাড়ল কলকাতায় (Rain in Kolkata)। অনেকে আবার সোয়েটার-চাদর সামলে কী ভাবে বৃষ্টি থেকে মাথা বাঁচাবেন তাই বুঝে উঠতে পারলেন না। কেউ কেউ আবার আগে থেকেই ছাতা নিয়ে বেরনোয় খুব একটা সমস্যায় পড়লেন না। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় সারাদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে।

শীতের দাপটে বৃষ্টির সারপ্রাইজ দ্রুত পারদ পতন ঘটাবে বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। সকালে চরম ঠান্ডা হাওয়া আর পাল্লা দিয়ে ঘন কুয়াশা। বেলা বাড়তেই বৃষ্টিতে আরও জবুথবু দক্ষিণবঙ্গ। রাতে ঠাণ্ডা আরও বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা মঙ্গলবারের চেয়ে দুই ডিগ্রি বেশি। তবে আজ সারাদিনই আকাশ মেঘলা ছিল, সেক্ষেত্রে মেঘ কাটলেই তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করবে। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে।


Previous articleতৃণমূলের সিদ্ধান্তকে সমর্থন, কংগ্রেসকে তোপ দেগে পাঞ্জাবেও সঙ্গে জোটে নারাজ আপ
Next articleমিটবে জলের স.মস্যা! ১৭৬০ কোটি টাকা ব্যয়ে বাংলার বৃহত্তম জল শোধানাগার গড়ছে রাজ্য