সেরা গিল, জীবন কৃতি সম্মান পেলেন রবি শাস্ত্রী

২০১৯ সালের পর ফের একবার জাঁকজমকের সঙ্গে ফিরল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এবার বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কী শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল। ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্মাটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল।এছাড়া ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ হিসেবে অনবদ্য সাফল্যের সৌজন্যে এবার বিসিসিআইয়ের জীবন কৃতি পুরস্কার পেয়েছেন রবি শাস্ত্রী।

ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের নায়ক ছিলেন রবি শাস্ত্রী। পাশাপাশি কোচ হিসেবে আইসিসি ট্রফি না জিতলেও বিদেশের মাটিতে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের সাফাল্যের ভান্ডার অনেক। তারমধ্যে অস্ট্রেলিয়ার সফরে পরপর দুবার টেস্ট সিরিজ জয় অন্যতম।

Previous articleজাডেজাকে ভয় পাচ্ছে ইংল্যান্ড, ভারতের টার্নিং পিচ নিয়ে চিন্তায় ব্রিটিশ ক্রিকেটাররা!
Next articleManipur: সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জওয়ানের, আহত ৬