Sunday, May 4, 2025

লোকসভা ভোটের আগে ফের উদ্ধার টাকার পাহাড়, সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালাতেই পর্দাফাঁস

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের বিপুল পরিমাণ টাকা (Money) উদ্ধার। তেলঙ্গানায় (Telengana) এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত কমপক্ষে ১০০ কোটি টাকা উদ্ধার করেছে ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা (ACP)।

বুধবার দিনভর ওই সরকারি আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি।

জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন।

এদিকে প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। ইতিমধ্যে বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলাও দায়ের করা হয়েছে। এদিন তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গহনা, ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে। তবে তাঁর আরও হিসাব বহির্ভূত সম্পর্কের হদিশ পেতে জারি রয়েছে তল্লাশি।

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version