Friday, November 14, 2025

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা: পুলিশ সুপার, কমিশনারদের নিয়ে জরুরি বৈঠকে ডিজি

Date:

বুধবার পূর্ব বর্ধমান থেকে সড়ক পথে কলকাতা ফেরার পথে আচমকা দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরই বৃহস্পতিবার বেলায় রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনরাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মূলত ভবিষ্যতে এধরনের কোনও ঘটনার সম্ভাবনাও যাতে না তৈরি হয়, সেই নির্দেশের জন্যই বৈঠক ডাকা হয়।

পূর্ব বর্ধমানে পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে খারাপ আবহাওয়ার জন্য গাড়িতেই কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই নবাবহাটের কাছে দুর্ঘটনা ঘটে। তাঁর কপালে চোট ও রক্তপাতের কথা জানান মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রীর কনভয়ে আচমকা দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান। বুধবারের ঘটনা নিয়ে তদন্তের পর আদৌ নিরাপত্তায় কোনও গাফিলতি, না সমন্বয়ের অভাব – তা নিয়ে পর্যালোচনায় রাজ্য পুলিশ।

লোকসভা নির্বাচনের আগে একাধিক জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তাই আগে থেকেই সতর্ক রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু হওয়ার আগেই কীভাবে পুলিশের মধ্যে সমন্বয় তৈরি হবে, পুলিশ প্রোটোকলে কোনও পরিবর্তন হবে কি না – তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের পাশাপাশি বৈঠকে যোগ দেন ট্রাফিকের দ্বায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ সামিম।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version