Thursday, December 25, 2025

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারতীয় নৌসেনার বড় আপডেট!

Date:

Share post:

মালদ্বীপ বিতর্ক (India-Maldives Conflict) শুরু হওয়ার দিন থেকেই ভারতীয় সেনার (Indian Army) অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু আদৌ ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে দেশের নৌসেনার তরফে কিছু জানানো হয়নি। তবে এবার ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (R Hari Kumar) বৃহস্পতিবার এই সংক্রান্ত বড় আপডেট দিলেন। চলতি মা‌সেই চিন সফর থেকে ফিরে মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Maldives President Mohammed Muijju), নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে সময় নির্দিষ্ট করে দেন। কিন্তু এই ব্যাপারে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি বলেই ভারতীয় নৌসেনার (Indian Navy) তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই নিয়ে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও কোন রফাসূত্র বের হয়নি। মহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার আগেই জানিয়েছিল যে ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাদের সরতে হবে। তবে এ ব্যাপারে মোদি সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি।নৌবাহিনীর প্রধান জানান, সরকারের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোন স্থির সিদ্ধান্তে আসা যায়নি। উল্লেখ্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। এরপর দেশ জুড়ে মালদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয়। চাপের মুখে কিছুটা সুর নরম করে সে দেশের সরকার কিন্তু সম্প্রতি চিন সফর সেরে এসেই আক্রমণাত্মক মুইজ্জু।

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...