Tuesday, August 26, 2025

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারতীয় নৌসেনার বড় আপডেট!

Date:

Share post:

মালদ্বীপ বিতর্ক (India-Maldives Conflict) শুরু হওয়ার দিন থেকেই ভারতীয় সেনার (Indian Army) অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু আদৌ ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে দেশের নৌসেনার তরফে কিছু জানানো হয়নি। তবে এবার ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (R Hari Kumar) বৃহস্পতিবার এই সংক্রান্ত বড় আপডেট দিলেন। চলতি মা‌সেই চিন সফর থেকে ফিরে মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Maldives President Mohammed Muijju), নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে সময় নির্দিষ্ট করে দেন। কিন্তু এই ব্যাপারে বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি বলেই ভারতীয় নৌসেনার (Indian Navy) তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই নিয়ে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও কোন রফাসূত্র বের হয়নি। মহম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার আগেই জানিয়েছিল যে ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাদের সরতে হবে। তবে এ ব্যাপারে মোদি সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি।নৌবাহিনীর প্রধান জানান, সরকারের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোন স্থির সিদ্ধান্তে আসা যায়নি। উল্লেখ্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। এরপর দেশ জুড়ে মালদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয়। চাপের মুখে কিছুটা সুর নরম করে সে দেশের সরকার কিন্তু সম্প্রতি চিন সফর সেরে এসেই আক্রমণাত্মক মুইজ্জু।

spot_img

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...