Sunday, November 9, 2025

সুপার কাপের ফাইনালে পৌঁছেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কুয়াদ্রাত

Date:

গতকাল সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল এফসি। এই জয়ে খুশি লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে উচ্ছ্বাসে ভাসতে নারাজ তিনি। কারণ হিসাবে জানান, ফাইনালে পৌঁছানো নয়, লাল-হলুদ কোচের লক্ষ্য ট্রফি জয়। কারণ কুয়াদ্রতের মতে, ট্রফি না জিততে পারলে কোনও মূল্য থাকবে না।

এই নিয়ে গতকাল ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, “ছেলেরা পরিশ্রম করেছে। তার ফল পাচ্ছে। গোল পেলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ে। ফাইনালের আগে এটা গুরুত্বপূর্ণ। সব বিভাগই ভাল খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেয়নি। দলের খেলায় আমি খুশি। যদিও আমাদের কাজ এখনও শেষ হয়নি।’’

এরপর জামশেদপুর ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, “জামশেদপুরের বিরুদ্ধে প্রত্যাশিত ফুটবল খেলেছে আমাদের রক্ষণ। তবে উন্নতি করার জায়গা আছে। কিছু ভুল হয়েছে। সেগুলো ফাইনালের আগে ঠিক করে নিতে হবে। গোলরক্ষকের পারফরম্যান্সও বেশ ভাল। এই সাফল্য দলগত চেষ্টার ফল।”

আজ দ্বিতীয় সেমিফাইনালে নামছে মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসি। এই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে রবিবার সুপার কাপের ফাইনালে খেলবে লাল-হলুদ।

আরও পড়ুন- ‘আমি অবসর নেইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’, অবসর নিয়ে মুখ খুললেন মেরি

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version