Monday, November 10, 2025

‘আমি অবসর নেইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’, অবসর নিয়ে মুখ খুললেন মেরি

Date:

‘আমি অবসর নেইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে’, অবসরের কয়েক ঘন্টা পর এমনটাই জানালেন ভারতীয় বক্সার মেরি কিমি। বুধবারই জানিয়েছিলেন অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না।সেই কারণে অবসর নিচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে মেরি কম জানান তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

এদিন মেরি কম জানিয়েছেন যে, তিনি সংবাদমাধ্যম থেকেই জেনেছেন তাঁর অবসরের কথা। ভারতীয় বক্সার বলেন, “সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছি যে, আমি অবসর নিয়েছি। কিন্তু সেটা সত্যি নয়। বুধবার আমি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বলেছি যে, আমার মধ্যে এখনও খিদে রয়েছে। কিন্তু অলিম্পিক্সে বয়সের বাধা রয়েছে, সেই কারণে অংশগ্রহণ করতে পারব না। এখন আমি নিজের ফিটনেসের উপর নজর দিয়েছি। অবসর নেওয়ার হলে নিজেই জানিয়ে দেব।”

গতকাল মেরি কম বলেন, “আমি এখনও ক্ষুধার্ত। কিন্তু বয়সজনিত নিয়মের কারণে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারব না। আরও খেলতে চাই, কিন্তু আমার বয়স আমায় থামতে বাধ্য করল। আমায় অবসর নিতে হল। আমি আমার জীবনে সব কিছু অর্জন করেছি।” ২০১২ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম। মেরি বক্সিং ইতিহাসে প্রথম মহিলা বক্সার যিনি ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ২০০৩ সালে অর্জুন পুরষ্কার, ২০০৬-এ পদ্মশ্রী, ২০১৩-এ পদ্মভূষণ এবং ২০২০ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় মেরিকে।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version