Sunday, November 9, 2025

রুম হিটার (Room Heater) ব্যবহার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধার (Old Lady)। বেহালার (Behala) নফরচন্দ্র দাস রোডের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পূর্ণিমা দে (৮২)। এদিকে গভীর রাতে বৃদ্ধার চিৎকার শুনে তাঁর ঘরে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্যরা। দরজা খুললে তাঁরা দেখতে পান আগুনে (Fire) পুড়ে ঝলসে গিয়েছেন ওই বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার।

পরিবার সূত্রে খবর, সোমবার রাতে খাওয়ার পরে নিজের ঘরে রুম হিটার চালিয়ে ঘুমোতে গিয়েছিলেন বৃদ্ধা। আর তারপর গভীর রাতে এমন দুর্ঘটনা। বাড়িতে দুই ছেলে-বৌমার সঙ্গে থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রুম হিটার চালিয়ে ঘুমোতেন পূর্ণিমা। কয়েক ঘণ্টা চলার পরে গভীর রাতে নিজেই হিটার বন্ধ করে দিতেন। বৃদ্ধার ছোট ছেলে দেবনাথ দে বলেন, সোমবার রাত দেড়টা নাগাদ মায়ের ঘর থেকে চিৎকার শুনতে পাই। দরজা খুলে ঢুকে দেখি মায়ের গায়ের কাপড় দাউ দাউ করে জ্বলছে। বিছানাও পুড়ে গিয়েছে। এরপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে তাঁকে প্রথমে বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই বৃদ্ধাকে বাইপাসের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। রুম হিটারের উপরে কোনওভাবে বৃদ্ধার গায়ের চাদর চলে গিয়েছিল। আর সেকারণেই চাদরে আগুন লেগে যায়। তবে ঘুমিয়ে থাকায় তা বুঝতে পারেননি বৃদ্ধা। এদিকে বুধবার এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃদ্ধার দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে এখনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version