Thursday, December 18, 2025

গোয়ার পরিবর্তে অযোধ্যা, মধুচন্দ্রিমার ডেস্টিনেশন বদলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

Date:

Share post:

কথা ছিল গোয়ায় (Goa) গিয়ে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাবেন, কিন্তু বাস্তবে দেখা গেল স্বপ্নের মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হয়েছে উত্তর প্রদেশের অযোধ্যা (Ayodhya, UP)! মানে রোমান্স থেকে সোজা রামায়ণ, এরপরেও কি আর এক ছাদের তলায় থাকা যায়? অতএব বিবাহ বিচ্ছেদ (Divorce) চেয়ে বসলেন স্ত্রী। প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে বিপাকে মাস পাঁচেক আগে শুরু হওয়া দাম্পত্য।

সংসার গড়ে উঠতে না উঠতেই, ফাটল ধরল সম্পর্কে। কথা দিয়ে কথা না রাখাটা সত্যিই বড় বাজে অভ্যাস। কিন্তু তাই বলে এত বড় খেসারত দিতে হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি স্বামী। ভালোবেসে সহধর্মিনীকে কথা দিয়েছিলেন গোয়ায় বেড়াতে যাবেন। স্বামীর কাছ থেকে এই প্রতিশ্রুতি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়েছিলেন মহিলা। কিন্তু তার পরই ছন্দপতন। ‘ডেস্টিনেশন’ গোয়া না হয়ে, সেটি হল অযোধ্যা! রোমান্সের রিল করার পরিকল্পনা ভেস্তে গেল রামায়ণের পথে। ভোপালের একটি পরিবারের নববিবাহিত দম্পতি অযোধ্যা এবং বারাণসী ঘুরেও আসেন। কিন্তু সেখান থেকে ফিরেই আদালতের দ্বারস্থ হন মহিলা। প্রতিশ্রুতি ভঙ্গের ‘অপরাধে’ বিবাহ বিচ্ছেদ চেয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। মহিলার অভিযোগ, তাঁর স্বামী একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। ভাল বেতন পান। তিনি নিজেও চাকরি করেন, তাই দুজনের জমানো টাকায় অনায়াসে বিদেশে ঘুরে আসা যায়। তবে যে হেতু বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি রয়েছেন, তাই তাঁর স্বামী বিদেশে ঘুরতে যেতে চাইছিলেন না। তাই ঠিক হয় দক্ষিণ ভারতের কোন জায়গায় কিংবা গোয়ায় বেড়াতে যাওয়া হবে। কিন্তু স্বামী তাঁকে না জানিয়েই অযোধ্যা এবং বারাণসীর জন্য বিমানের টিকিট বুক করেন। মহিলা জানতে পারেন, তাঁর শাশুড়ির ইচ্ছেপূরণের জন্য স্বামী এই কাণ্ড ঘটিয়েছেন। ব্যাস এরপরই ভ্রমণ শেষে আদালতে স্ত্রী!

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...