Friday, August 22, 2025

পাকিস্তানকে টসে হারায় ভারত! জানুন সাধারণতন্ত্র দিবসে নজরকাড়া কালো রথের ইতিহাস

Date:

৭৫তম সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে দেখা গেল নজরকাড়া এক কালো রথে। উপনিবেশিক যুগের এই হুড খোলা রথে চড়ে রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্য পথের কুচকাওয়াজস্থলে আসেন ম্যাক্রঁ। ছয়টি ঘোড়ায় টানা, সোনার পাতে মোড়া কালো রঙের রথ নজর কেটেছে গোটা দেশের। তবে জানেন কি এর ইতিহাস?

গাড়িটি ব্রিটিশ আমলের, ব্যবহার করতেন ব্রিটিশ ভারতের ভাইসরয়। স্বাধীনতার সময় গাড়িটিকে পাবে, তা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েন টস পর্যন্ত হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্যবহার করা এই কালো রথের সংক্ষিপ্ত ইতিহাস।

ছয় ঘোড়ায় টানা, সোনার পাত দেওয়া কালো রঙের এই রথটির ভিতরের অংশ পুরোটাই লাল মখমলে মোড়া। রথটিতে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র বসানো আছে। তবে, এটা সবসময় ছিল না। এই রথটি ছিল ব্রিটিশ ভারতের ভাইসরয়ের। ভাইসরয় তাঁর এস্টেটের চারপাশে ভ্রমণের জন্য রথটি ব্যবহার করতেন। স্বাধীনতার সময়, এই বিলাসবহুল রথটি কোন দেশ পাবে, তাই নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। কোন দেশ বগি রাখবে তা নির্ধারণ করতে, দুটি দেশ কয়েন টস করার সিদ্ধান্ত নিয়েছিল। ক্রিকেট বা অন্য খেলা শুরু আগে দুই দলের অধিনায়করা যেমন টস করেন, ঠিক সেই রকম।

এই টসে ভারতের পক্ষে অংশ নেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং। আর পাকিস্তানের পক্ষে ছিলেন সাহাবজাদা ইয়াকুব খান। আর ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম কয়েন টসে ভারতের হয়ে রথটি জিতে নিয়েছিলেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং। পরবর্তী সময়ে, রাষ্ট্রপতি ভবন থেকে স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য রথটি ব্যবহার করেন ভারতের একাধিক রাষ্ট্রপতি। মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে কর্তব্যপথে যাওয়া, ২৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাষ্ট্রপতিরা এই রথটি ব্যবহার করতেন। তবে, বেশ কয়েক বছর পর, নিরাপত্তাগত হুমকি বৃদ্ধির প্রেক্ষিতে এই ঐতিহ্যশালী রথের বদলে, রাষ্ট্রপতিদের জন্য বুলেট-প্রুফ গাড়ি ব্যবহার করা শুরু হয়। ২০১৪-য়, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগদানের জন্য এই ঐতিহাসিক রথটি ব্যবহার করেছিলেন। তারপর, ফের এদিন আবার কর্তব্যপথে দেখা গেল গাড়িটিকে।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version