Friday, August 22, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রাহুল-রোহিত

Date:

হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচে বোলারদের দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে চালকের আসনে রোহিত শর্মার দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়েন কে এল রাহুল এবং রোহিত শর্মা।

প্রথম ইনিংসে খেলতে নেমে ব্যাট হাতে ৮৬ রান করেন কে এল রাহুল। ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজান তিনি। আর এই ইনিংসের সৌজন্যে নজির গড়েন রাহুল। জো রুটের বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশ পূর্ণ করেন রাহুল। আর সেই পঞ্চাসের সুবাদে ঘরের মাটিতে হাজার রান সম্পূর্ণ করে ফেললেন লোকেশ রাহুল।এদিকে রাহুলের পাশাপাশি নজির গড়েন অধিনায়ক রোহিত শর্মাও। প্রথম ইনিংসে মাত্র ২৪ রানের ইনিংস খেললেও, নজির গড়েন ভারত অধিনায়ক। ভারতের হয়ে সব থেকে বেশি রান করার তালিকায় চার নম্বরে উঠে আসলেন রোহিত। এক্ষেত্রে টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০ মিলিয়ে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ৬৬৪ ম্যাচে তিনি করেছেন ৩৪,৩৫৭ রান। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। ৫২২ ম্যাচে এখনও পর্যন্ত ২৬,৭৩৩ রান করেছেন তিনি। তিন নম্বরে ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ৫০৪ ম্যাচে ২৪,০৬৪ রান করেছেন ভারতের ‘দ্য ওয়াল’। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ রানের ইনিংসে সৌরভকে টপকে যান রোহিত। চতুর্থ স্থানে থাকা ভারত অধিনায়ক এখনও পর্যন্ত ৪৬৮ ম্যাচে ১৮,৪৪৪ করেছেন। এদিকে ৪২১ ম্যাচে ১৮,৪৩৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন , সেমিফাইনাল থেকে বিদায় জোকোভিচের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version