Monday, November 10, 2025

হাত ছাড়তেই বিপাকে কংগ্রেস! ভুল বোঝাবুঝি মেটাতে আসরে খাড়গে, ফোন করলেন মমতাকে

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখেই বড়সড় ধাক্কা খেয়েছে দল। ধীরে ধীরে দলের প্রদেশ নেতৃত্বের একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ জোটসঙ্গীরা। আর সেকারণেই তৃণমূল কংগ্রেসের (TMC) পাশাপাশি আম আদমি পার্টিও (Aam Aadmi Party) হাত ছেড়ে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। তবে জাতীয় রাজনীতিতে জোটের প্রয়োজনীয়তা কি সেই বিষয়টি অবশ্যই জানে কংগ্রেস (Congress)। আর সেকারণেই এবার দুই দলের সুপ্রিমোকে পাশে থাকার অনুরধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Malikarjun Kharge)।

বুধবারই বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট না করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এরপরই চাপে পড়ে বিরোধী জোট ইন্ডিয়াকে রক্ষা করতে মমতাকে ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না। তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে দায়ী করা হয়েছে। এমন আবহে ভুল বোঝাবুঝি মেটাতে এবার আসরে কংগ্রেস সভাপতি। সূত্রের খবর, খাড়গে দুই শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে রাহুল গান্ধীর যাত্রায় মমতা বা তৃণমূল নেতৃত্ব যাতে যোগ দেন, তার জন্যও ফের অনুরোধ জানিয়েছেন।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। আমরা ভবিষ্যতে একসঙ্গে চলার রাস্তা খুঁজে বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কয়েক মিনিটের জন্যও যোগ দেন, তা হলে খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী খুবই আনন্দিত হবেন।

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version