Monday, August 25, 2025

হাত ছাড়তেই বিপাকে কংগ্রেস! ভুল বোঝাবুঝি মেটাতে আসরে খাড়গে, ফোন করলেন মমতাকে

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখেই বড়সড় ধাক্কা খেয়েছে দল। ধীরে ধীরে দলের প্রদেশ নেতৃত্বের একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ জোটসঙ্গীরা। আর সেকারণেই তৃণমূল কংগ্রেসের (TMC) পাশাপাশি আম আদমি পার্টিও (Aam Aadmi Party) হাত ছেড়ে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। তবে জাতীয় রাজনীতিতে জোটের প্রয়োজনীয়তা কি সেই বিষয়টি অবশ্যই জানে কংগ্রেস (Congress)। আর সেকারণেই এবার দুই দলের সুপ্রিমোকে পাশে থাকার অনুরধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Malikarjun Kharge)।

বুধবারই বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট না করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এরপরই চাপে পড়ে বিরোধী জোট ইন্ডিয়াকে রক্ষা করতে মমতাকে ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না। তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে দায়ী করা হয়েছে। এমন আবহে ভুল বোঝাবুঝি মেটাতে এবার আসরে কংগ্রেস সভাপতি। সূত্রের খবর, খাড়গে দুই শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে রাহুল গান্ধীর যাত্রায় মমতা বা তৃণমূল নেতৃত্ব যাতে যোগ দেন, তার জন্যও ফের অনুরোধ জানিয়েছেন।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। আমরা ভবিষ্যতে একসঙ্গে চলার রাস্তা খুঁজে বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কয়েক মিনিটের জন্যও যোগ দেন, তা হলে খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী খুবই আনন্দিত হবেন।

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version