Wednesday, May 7, 2025

হাত ছাড়তেই বিপাকে কংগ্রেস! ভুল বোঝাবুঝি মেটাতে আসরে খাড়গে, ফোন করলেন মমতাকে

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখেই বড়সড় ধাক্কা খেয়েছে দল। ধীরে ধীরে দলের প্রদেশ নেতৃত্বের একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ জোটসঙ্গীরা। আর সেকারণেই তৃণমূল কংগ্রেসের (TMC) পাশাপাশি আম আদমি পার্টিও (Aam Aadmi Party) হাত ছেড়ে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। তবে জাতীয় রাজনীতিতে জোটের প্রয়োজনীয়তা কি সেই বিষয়টি অবশ্যই জানে কংগ্রেস (Congress)। আর সেকারণেই এবার দুই দলের সুপ্রিমোকে পাশে থাকার অনুরধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Malikarjun Kharge)।

বুধবারই বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট না করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এরপরই চাপে পড়ে বিরোধী জোট ইন্ডিয়াকে রক্ষা করতে মমতাকে ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না। তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে দায়ী করা হয়েছে। এমন আবহে ভুল বোঝাবুঝি মেটাতে এবার আসরে কংগ্রেস সভাপতি। সূত্রের খবর, খাড়গে দুই শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে রাহুল গান্ধীর যাত্রায় মমতা বা তৃণমূল নেতৃত্ব যাতে যোগ দেন, তার জন্যও ফের অনুরোধ জানিয়েছেন।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। আমরা ভবিষ্যতে একসঙ্গে চলার রাস্তা খুঁজে বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কয়েক মিনিটের জন্যও যোগ দেন, তা হলে খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী খুবই আনন্দিত হবেন।

 

 

 

 

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...
Exit mobile version