Wednesday, November 5, 2025

‘গাছই দেখতে ভালো’, পদ্মশ্রী পেয়েও নির্বিকার ৫হাজার সন্তানের পিতা

Date:

রাষ্ট্রীয় সম্মানের মাঝেও নির্বিকার, পদ্মশ্রী পুরস্কার পেয়েও পুরস্কারের চমক না, গাছের সবুজই তাঁর প্রিয়। সেই জন্যই হয়তো একদিন রুক্ষ পুরুলিয়াকে সবুজ করার স্বপ্ন দেখা দুখু মাঝির সমাজের প্রতি অবদান তাঁর পদ্মশ্রীরও ওপরে তাঁকে বসিয়ে রাখবে। একেই হয়তো বলে প্রকৃত সমাজ সেবক।

ছোটবেলায় দুখু মাঝি কোনও এক আধিকারিকের কাছে শুনেছিলেন গাছ লাগানো ভালো। বাঘমুণ্ডির রুক্ষ জমিতে সেটা কতটা ভালো তা বোঝা হয়তো সেদিন সম্ভব হয়নি তাঁর পক্ষে। কিন্তু মনে মনে বিশ্বাস করেছিলেন সেই কথাটা। প্রথম প্রথম চাষের প্রয়োজনে লাক্ষা, কুলগাছ লাগানো দিয়ে শুরু করেন। তারপর আম-কাঁঠাল থেকে বটগাছও লাগানো শুরু করেন তিনি।

এমন সমাজকর্মীকে বহু বছর আগেই চিনেছিল বন দফতর। আগেও বন দফতরের থেকে স্বীকৃতি পেয়েছেন তিনি। বছর ৭৮-এর দুখু সেসব কিছুরই পরোয়া করেননি। নিজের চাষের কাজের বাইরে তাঁর নেশা ফাঁকা জমি দেখলেই একটি গাছ পোঁতা। সেই নেশার টানে ঘুরে বেড়ান সাইকেল চালিয়ে। এপর্যন্ত পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়েছেন। আর শুধু গাছ লাগানইনি, তাদের যত্নও করেছেন। স্বপ্ন দেখেন আরও অন্তত দুহাজার গাছ লাগানোর।

এবার কেন্দ্র সরকার তাঁকে পদ্মশ্রী-র জন্য বেছে নিয়েছে। কিন্তু পদ্মশ্রীতে মজে নেই গাছদাদু। রুক্ষ জমিকে সবুজ করাই যেন তাঁর চ্যালেঞ্জ। যাকেই দেখছেন বলছেন তোমরাও গাছ লাগাও। চোখে পদ্ম-সম্মান দেখার থেকেও সবুজ গাছই দেখতে তাঁর ভালো লাগে বলে জানাচ্ছেন পুরুলিয়ার দুখু মাঝি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version