Friday, May 16, 2025

“দেশবাসীর ভালবাসায় আমি ধন্য”, পদ্মভূষণে উচ্ছ্বসিত উষা উত্থুপ!

Date:

দেশের à§­à§« তম সাধারণতন্ত্র দিবসের (75th Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবছর পদ্মভূষণ (Padma bhushan Award) পেয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা উত্থুপ (Usha Uthup)। দেশের এই অনন্য সম্মানে আপ্লুত গায়িকা ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের। উষার কথায়, “আমি সবসময়ে বলি মুম্বই আমার জন্মস্থান হলেও কলকাতা আমার কর্মভূমি। আর আমি একজন সাচ্চা ভারতীয়।”

বৃহস্পতিবার সন্ধ্যায় এবছরের পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। পদ্মবিভূষণ পুরস্কারে বাংলার কেউ নেই। তবে পদ্মভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ ও সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর)। ‘ডিস্কো ক্যুইন’ উষা উত্থুপ পদ্ম সম্মান পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি বলছেন দেশ এবং দেশবাসী যখন কোন কাজকে স্বীকৃতি দেয় তার থেকে ভাল আর কিছু হতে পারে না। নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে শিল্পী বলেন, “আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি।এই অনুভূতি একেবারে আলাদা, কারণ আমি এখন মধ্যপথে। নাইটক্লাব দিয়ে গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করি, তারপর বলিউডেও গেয়েছি। এভাবে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।” পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতে আগত নবীন প্রজন্মের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এখানে আসাটা তো খুব সহজ, তবে টিকে থাকা কঠিন। ধীরে ধীরে ওঠার চেষ্টা করো। বিগত ৫৪ বছর ধরে কাজ করে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলেছি।” সকলকে নিজের কাজের প্রতি সৎ থাকার কথাও মনে করান তিনি।

Related articles

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...
Exit mobile version