Friday, November 7, 2025

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central Govt)! বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১১৩ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। সংবিধান সংশোধনের লক্ষ্যে বিল আনার কথা বলা হলেও আসল লক্ষ্য যে বিরোধী মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরানো তা বেশ বোঝা যাচ্ছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের আশঙ্কা এই বিল বাস্তবায়িত হলে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্র যে কোনও বিরোধী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনে ইডি-সিবিআইকে (ED-CBI) কাজে লাগিয়ে তাঁকে পদ থেকে অপসরণের চক্রান্ত করছে। এই ঘটনাকে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন। এই সংখ্যগরিষ্ঠতা নেই সরকার পক্ষের হাতে। এই আবহে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিলের মতই এই বিল গুলি পুনর্বিবেচনার নাম করে সংসদীয় কমিটির কাছে পাঠানো ছাড়া আপাতত সরকারের হাতে অন্য কোনও উপায় নেই, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version