Tuesday, November 4, 2025

‘গাছই দেখতে ভালো’, পদ্মশ্রী পেয়েও নির্বিকার ৫হাজার সন্তানের পিতা

Date:

রাষ্ট্রীয় সম্মানের মাঝেও নির্বিকার, পদ্মশ্রী পুরস্কার পেয়েও পুরস্কারের চমক না, গাছের সবুজই তাঁর প্রিয়। সেই জন্যই হয়তো একদিন রুক্ষ পুরুলিয়াকে সবুজ করার স্বপ্ন দেখা দুখু মাঝির সমাজের প্রতি অবদান তাঁর পদ্মশ্রীরও ওপরে তাঁকে বসিয়ে রাখবে। একেই হয়তো বলে প্রকৃত সমাজ সেবক।

ছোটবেলায় দুখু মাঝি কোনও এক আধিকারিকের কাছে শুনেছিলেন গাছ লাগানো ভালো। বাঘমুণ্ডির রুক্ষ জমিতে সেটা কতটা ভালো তা বোঝা হয়তো সেদিন সম্ভব হয়নি তাঁর পক্ষে। কিন্তু মনে মনে বিশ্বাস করেছিলেন সেই কথাটা। প্রথম প্রথম চাষের প্রয়োজনে লাক্ষা, কুলগাছ লাগানো দিয়ে শুরু করেন। তারপর আম-কাঁঠাল থেকে বটগাছও লাগানো শুরু করেন তিনি।

এমন সমাজকর্মীকে বহু বছর আগেই চিনেছিল বন দফতর। আগেও বন দফতরের থেকে স্বীকৃতি পেয়েছেন তিনি। বছর ৭৮-এর দুখু সেসব কিছুরই পরোয়া করেননি। নিজের চাষের কাজের বাইরে তাঁর নেশা ফাঁকা জমি দেখলেই একটি গাছ পোঁতা। সেই নেশার টানে ঘুরে বেড়ান সাইকেল চালিয়ে। এপর্যন্ত পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়েছেন। আর শুধু গাছ লাগানইনি, তাদের যত্নও করেছেন। স্বপ্ন দেখেন আরও অন্তত দুহাজার গাছ লাগানোর।

এবার কেন্দ্র সরকার তাঁকে পদ্মশ্রী-র জন্য বেছে নিয়েছে। কিন্তু পদ্মশ্রীতে মজে নেই গাছদাদু। রুক্ষ জমিকে সবুজ করাই যেন তাঁর চ্যালেঞ্জ। যাকেই দেখছেন বলছেন তোমরাও গাছ লাগাও। চোখে পদ্ম-সম্মান দেখার থেকেও সবুজ গাছই দেখতে তাঁর ভালো লাগে বলে জানাচ্ছেন পুরুলিয়ার দুখু মাঝি।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version