Wednesday, December 17, 2025

সাধারণতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ, এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে ভারত (India)। দেশের প্রতিটি কোনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে শুরু সেলিব্রেশন। এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে মহিলা সেনার জয়জয়কার দেখা যাবে রাজধানীতে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Eamnuel Macron)। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। দিল্লির কর্তব্যপথে মোতায়েন ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী। আর এদিন সকালে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন এক্স হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তাঁরা।

নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতিও। শুভেচ্ছা জানাতে ভোলেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নরেন্দ্র মোদির সঙ্গে তোলা একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।

ইতিমধ্যে কর্তব্যপথে উপস্থিত হয়েছেন শয়ে শয়ে অতিথি। একাধিক জোনে ভাগ করা হয়েছে এই কর্তব্যপথকে। সাধারণ মানুষ, বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার আয়োজন করা হয়েছে। ইন্টালিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিন প্রথা মেনে গ্যালান্ট্রি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১৩২ জনকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে।

 

 

 

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version