Wednesday, August 27, 2025

‘ব্যর্থতা’ থেকে কী ‘শিক্ষা’ নিলেন জুনিয়র বচ্চন! মধ্যরাতের পোস্টে বাড়ছে জল্পনা

Date:

সোমবার রামমন্দির উদ্বোধনে দিব্যি হাসিখুশি একটা মানুষ হঠাৎ সপ্তাহের শেষে এমন পোস্ট (Instagram stories) কেন করলেন? ‘ব্যর্থতা’ নিয়ে নতুনভাবে এগিয়ে চলার বার্তা সেই পোস্টে থাকলেও আদতে কোন ব্যর্থতার দিকে ইঙ্গিত করলেন অভিষেক বচ্চন তা নিয়ে জমে উঠেছে জল্পনা। কেরিয়ার নিয়ে বেশ খানিকটা সাফল্যের মুখ দেখার পর কোন ব্যর্থতাকে ‘ভয়’ না পাওয়ার কথা তিনি সেখানে বললেন তা নিয়েই উঠছে প্রশ্ন। তাহলে কী এই ব্যর্থতা সম্পর্কের দিকে ইঙ্গিত করছে, সমালোচকরা তা নিয়েও সরব হচ্ছেন।

কয়েকমাস ধরেই ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সঙ্গে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সম্পর্কে ভাঙন নিয়ে গুঞ্জন বলি পাড়ায়। কখনও অভিষেকের পোস্ট, কখনও ঐশ্বর্যর পোস্ট, আবার কখনও অভিষেকের আংটি খুলে ফেলার ছবি, সবই বচ্চন পরিবারের ভাঙনের ইঙ্গিতকেই স্পষ্ট করেছে। সে সম্ভাবনায় প্রায় শিলমোহরই লাগিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে ঐশ্বর্যর বাবার বাড়িতে গিয়ে ওঠার ঘটনা। তবে যাবতীয় জল্পনা তৈরির হয়েছে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার (Sweta Nanda) সঙ্গে বৌমা ঐশ্বর্যর সম্পর্কে তিক্ততা তৈরি হওয়া থেকেই।

যদিও শ্বেতা তনয় অগ্যস্ত-র প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর (The Archies) শুভমুক্তি অনুষ্ঠানে গোটা বচ্চন পরিবারকেই এক ফ্রেমে দেখা গিয়েছে। আবার মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও কাছাকাছি দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে। কিন্তু ননদ-শাশুড়ির সঙ্গে সম্পর্কের বরফ গলার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সম্প্রতি মানুষের মুখের কথার ধার নিয়ে একটি পোস্ট করেছিলেন শ্বেতা নন্দা। আর তারপরই অভিষেকের এই রহস্যজনক পোস্ট। যেখানে তিনি লিখেছেন – ব্যর্থতা ভয় আপনার স্বপ্নকে ভেঙে দেবে। ব্যর্থতা থেকে শিক্ষাই স্বপ্ন গড়ে দেবে।

একের পর এক বেশ কয়েকটি সফল ছবির পর কেরিয়ার নিয়ে ব্যর্থতার কথা অভিষেক বলবেন কেন, এপ্রশ্ন করছেন অনেকেই। সেক্ষেত্রে তিনি কী সম্পর্কের ব্যর্থতার দিকে ইঙ্গিত করছেন? তাহলে কী এখান থেকে অভিষেক-ঐশ্বর্যর দুটি পথ দুদিকে বাঁক নিতে শুরু করছে? যদিও মুখ খোলার কোনও উৎসাহই বলি স্টার কাপলের মধ্যে দেখা যাচ্ছে না।

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version