Saturday, December 20, 2025

শাহের বঙ্গ সফর বাতিল! ক.টাক্ষ কুণালের

Date:

Share post:

রবিবার রাতেই কলকাতা পা রাখার কথা ছিল তাঁর। লোকসভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর সফর ঘিরে বিজেপি নেতা,কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও তৎপরতা ছিল তুঙ্গে। কিন্তু আচমকা বঙ্গ সফর বাতিল করলেন শাহ। এবার রাজ্যে এসে পূর্ব মেদনীপুরের মেচেদায় সভা করার কথা ছিল অমিত শাহর। সেই প্রস্তুতির মাঝেই রাজ্য থেকে জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে অমিত শাহ আছেন না, সভা বাতিল।

বিজেপি সূত্রের খবর, এই সফরে রাজ্যের ১২টি লোকসভা এলা্কায় দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখতেন অমিত শাহ। উত্তর ২৪ পরগনার চারটি লোকসভা এলাকার নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর তাঁর যাওয়ার কথা ছিল পূর্ব মেদিনীপুরের মেচেদায়। সেখানে ইস্কন মন্দির সংলগ্ন মাঠে সভা করার কথা ছিল। দুই মেদিনীপুরের চারটি লোকসভা এলা্কার কর্মীদের নিয়ে এই সভার প্রস্তুতিও শুরু হয়েছিল। আচমকা সভা বাতিলের ঘোষণা সামনে আসায় জেলা নেতৃত্বদের একাংশ হতাশ হয়ে পড়েছে। যে মাঠে অমিত শাহের সভা করার কথা ছিল সেখানে মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছিল জোরকদমে।

আরও পড়ুন- গঙ্গায় বাঁধের কাজ শুরু হতেই তলিয়ে গেল বাড়ি, শীতে গৃহহারা গারুলিয়ার বাসিন্দারা

অমিত শাহের আচমকা বঙ্গ সফর বাতিলের কারণ হিসেবে মনে করা হচ্ছে নীতীশ কুমারের ভোলবদলের সম্ভাবনাকে ঘিরে বিহারের ক্ষমতায় ফের ফিরতে পারে বিজেপি। এমন সম্ভাবনাময় পরিস্থিতির জেরেই শাহের বঙ্গ সফর বাতিল বলে দলের একাংশ মনে করছেন।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা স্থগিত নিয়ে কটাক্ষ করেছ তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অমিত শাহজি বারবার আসেন। ২০২১ সালের নির্বাচনের আগেও বারবার এসেছেন। ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। এঁরা যত বেশি আসেন ততই বাংলার মানুষ বেশি করে সিদ্ধান্ত নেন এদের ভোট নয়, ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। গণতান্ত্রিক রাজ্য। ওরা আসতেই পারেন। বিজেপির দিল্লি নেতৃত্বেও বোঝেন এরাজ্যে তাদের সংগঠন বলে কিছু নেই। এরজ্যে বিজেপিকে চলতে হয় এজেন্সিকে অপব্যবহার করে। বাংলার বিজেপি নিয়ে অমিত শাহের বাড়তি উত্সাহ থাকার কোনও কারণ নেই। আর যদি উৎসাহ দেখান তাহলে তাঁকে উৎসাহহীন করে দেওয়ার কাজ বাংলার মানুষ করে দেবেন।

spot_img

Related articles

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...