Saturday, August 23, 2025

নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার বহিরাগতদের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ব্রাত্যর

Date:

স্কুলের মধ্যে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বহিরাগর বিরুদ্ধে। চললো ব্যাপক ভাঙচুরও। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই হামলা হয় বলেই সহকারী শিক্ষকদের অভিযোগ। যদিও তা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার দুপুরে আচমকাই স্কুলে চড়াও হয় বহিরাগত বেশ কয়েকজন। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। মোবাইল ফোন কেড়ে নেওয়া থেকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় কয়েকজন শিক্ষককে। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আত্রান্ত শিক্ষকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের মদতেই এই হামলা হয়েছে। তাঁর দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অন্যান্য শিক্ষকরা। এই নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। সেই প্রতিহিংসাতেই বহিরাগতদের নিয়ে এসে শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চালিয়েছেন তিনি। প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নরেন্দ্রপুর থানার পুলিশ। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আহতদের হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গোটা ঘটনার রিপোর্ট তলব করেছি ডিআই-এর কাছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version