Sunday, May 4, 2025

বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ড গড়লেন তিনি। রঞ্জিট্রফির ম্যাচে হায়দরাবাদের এই ব্যাটার অরুণাচলের বিরুদ্ধে করলেন ১৬০ বলে ৩২৩ রান। ১৪৭ বলে তিনি ত্রিশতরান করেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম। এই রেকর্ড ছিল মার্কো মারাইসের। ২০১৭ সালে তিনি বর্ডার দলের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে ত্রিশতরান করেছিলেন।

এদিন অরুণাচল প্রদেশকে নিয়ে ছেলেখেলা করেন তন্ময়। এদিন ৩২৩ রান করে একগুচ্ছ রেকর্ড গড়লেন তিনি। এদিন তন্ময় নিজের ইনিংস সাজান ২১টি ছয় এবং ৩৩টি চার দিয়ে। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে মাত্র ৪৮ ওভারে ৫২৯-১ তুলেছে হায়দরাবাদ। তার আগে অরুণাচল প্রদেশ ব্যাট করেছিল। তারা শেষ হয়ে যায় ১৭২ রানেই।

এদিন ৩২৩ রান করে তন্ময় ভেঙে দিয়েছেন বীরেন্দ্র সেহবাগের রেকর্ডও। এত দিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে একটি দিনে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নিরিখে সবার আগে ছিলেন সেহবাগ। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একই দিনে ২৮৪ রান করেছিলেন তিনি। সেই নজির ভেঙে দিয়েছেন তন্ময়। একটি দিনেই ৩২৩ রান তুলে দিয়েছেন। তন্ময়ের কীর্তির কথা তুলে ধরেছে বিসিসিআই।

আরও পড়ুন- অনুষ্টুপের শতরান, রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৪২

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version