Entertainment: ‘গুরুতর ‘ অসুস্থ মিমি! উদ্বেগ অনুরাগীদের

টলিউডের (Tollywood actress) জনপ্রিয় অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অসুস্থ। অভিনেত্রীর শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে আসা মাত্রই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। নায়িকা এমনিতেই সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয়। টলিউডের বিয়ের মরশুমে তাঁর সাত পাকের পরিকল্পনার ব্যাপারে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল। তাতে মিমি জানিয়েছেন, আপাতত মাইগ্রেনের সমস্যায় কাবু তিনি।

যেভাবে শীত বাড়ছে-কমছে তাতে জ্বর সর্দি কাশির সমস্যায় ভুগছেন প্রত্যেকে। সাংসদ অভিনেত্রীও ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব’à§· এই ছবি দেখা মাত্রই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷ সাধারণত নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন মিমি। তার অসুস্থতার খবর জানাজানি হতেই সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মিমির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ রক্তবীজ ‘ যা ১০০ দিন সম্পূর্ণ করল। পাশাপাশি ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।