Monday, November 10, 2025

জনবহুল এলাকায় একটি দোকানে হঠাৎ বিস্ফোরণ উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাঙা-চোরা জিনিসের দোকানে বিস্ফোরণটি হয়। জিনিসপত্রের স্তূপে বোমা ফাটার মত ঘটনায় আতঙ্ক ছড়ায় জনবহুল কালীনগর বাজার এলাকায়। ঘটনায় দোকানের দুজন আহত হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়।

রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার মণ্ডলপাড়া এলাকার মধু ব্যবসায়ীর গোডাউন লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী, সাংসদ অর্জুন সিং ও স্থানীয় কাউন্সিলর। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ছুটির দিনে দুষ্কৃতীরা টোটোয় চেপে ব্যবসায়ী মধু রায়ের গোডাউনের কাছে এসে বোমাবাজি করে চম্পট দেয়। গোডাউন মালিকের মেয়ে অনিতা কৈরী জানান, তিনি অসুস্থ মাকে নিয়ে বাড়ির গেটের সামনে ওষুধ খাওয়াচ্ছিলেন। বিকট আওয়াজ হতেই আতঙ্কে মাকে নিয়ে ঘরে ঢুকে পড়েন তিনি। গোডাউনে কাজ করা দুই কর্মী বোমার ঘায়ে আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বীজপুর থানার পুলিশ। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার-সহ অন্যান্যরা। কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে তদন্তে পুলিশ।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version