Sunday, November 9, 2025

১০ বছরে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ, এটাই ডায়মন্ড হারবার মডেল: অভিষেক

Date:

গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কী কী উন্নয়নের কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য দিয়ে জানালেন, “গত ১০ বছরে তিন লোকসভা কেন্দ্রে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ হয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, দেশের কোথাও কোনও লোকসভা কেন্দ্রে যদি কেউ এত কাজ করে থাকেন তাহলে খতিয়ান প্রকাশ করুন।

সোমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কেন্দ্রের উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হল। এরপর উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “আমরা বলেছিলাম এখানে বয়স্কদের বার্ধক্যভাতা দেওয়া হবে। সেইমতো ৭০ হাজার মানুষকে আমাদের তরফ থেকে বার্ধক্যভাতা দেওয়া হচ্ছে। ৫ লক্ষ ৮০ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত।” পাশাপাশি অন্যান্য প্রকল্পসহ এই কেন্দ্রের কাজের হিসেব দিয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে ২হাজার ৮০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। ২ হাজার ৪০০ কোটি টাকার কাজ চলছে। সবমিলিয়ে মোট ৫ হাজার ২০০ কোটি টাকা। পাশাপাশি আরও ৫৮০ কোটি টাকার কাজ টেন্ডার হয়ে রয়েছে। খুব শীঘ্রই তা শুরু হবে। সব মিলিয়ে ১০ বছরে এখানে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ হচ্ছে। আগামী ১০ বছরের ডায়মন্ড হারবারে ১০ হাজার কোটির কাজ হবে। এরই নাম ডায়মন্ড হারবার মডেল।”

একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক আরও বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে কাজ হয়েছে প্রতিবছর পুস্তকের আকারে আমি তা প্রকাশ করি। কেউ যদি কাজের খতিয়ান চায় ঠিকানা পাঠাক সমস্ত নথি আমি পাঠাব। আমি বলছি দেশের ৫৫২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে যদি কোথাও এত কাজ কেউ করে থাকে তবে রিপোর্ট প্রকাশ করুক। আমার যদি কোনও খামতি থাকে আমি তার কাছ থেকে শিখব।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version