Sunday, August 24, 2025

১০ বছরে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ, এটাই ডায়মন্ড হারবার মডেল: অভিষেক

Date:

গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কী কী উন্নয়নের কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য দিয়ে জানালেন, “গত ১০ বছরে তিন লোকসভা কেন্দ্রে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ হয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, দেশের কোথাও কোনও লোকসভা কেন্দ্রে যদি কেউ এত কাজ করে থাকেন তাহলে খতিয়ান প্রকাশ করুন।

সোমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কেন্দ্রের উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হল। এরপর উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “আমরা বলেছিলাম এখানে বয়স্কদের বার্ধক্যভাতা দেওয়া হবে। সেইমতো ৭০ হাজার মানুষকে আমাদের তরফ থেকে বার্ধক্যভাতা দেওয়া হচ্ছে। ৫ লক্ষ ৮০ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত।” পাশাপাশি অন্যান্য প্রকল্পসহ এই কেন্দ্রের কাজের হিসেব দিয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে ২হাজার ৮০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। ২ হাজার ৪০০ কোটি টাকার কাজ চলছে। সবমিলিয়ে মোট ৫ হাজার ২০০ কোটি টাকা। পাশাপাশি আরও ৫৮০ কোটি টাকার কাজ টেন্ডার হয়ে রয়েছে। খুব শীঘ্রই তা শুরু হবে। সব মিলিয়ে ১০ বছরে এখানে ৫ হাজার ৭৮০ কোটি টাকার কাজ হচ্ছে। আগামী ১০ বছরের ডায়মন্ড হারবারে ১০ হাজার কোটির কাজ হবে। এরই নাম ডায়মন্ড হারবার মডেল।”

একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক আরও বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে কাজ হয়েছে প্রতিবছর পুস্তকের আকারে আমি তা প্রকাশ করি। কেউ যদি কাজের খতিয়ান চায় ঠিকানা পাঠাক সমস্ত নথি আমি পাঠাব। আমি বলছি দেশের ৫৫২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে যদি কোথাও এত কাজ কেউ করে থাকে তবে রিপোর্ট প্রকাশ করুক। আমার যদি কোনও খামতি থাকে আমি তার কাছ থেকে শিখব।

Related articles

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...
Exit mobile version