Sunday, May 4, 2025

কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবারও একই দাবি করেছেন৷ যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।বরং এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পরদিনই অর্থাৎ মঙ্গলবার উত্তর দিনাজপুরে মিছিল করবেন তৃণমূলনেত্রী৷
সোমবার থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷

আগামিকাল তিনি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যাবেন। সেখানে দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক করার কথা আছে৷জানা গিয়েছে, প্রশাসনিক বৈঠকের আগে চোপড়া এবং উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী মিছিল করবেন৷ ইতিমধ্যেই মিছিল আয়োজনের জন্য দলীয় নেতৃত্বকে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷ তার প্রস্তুতিও শেষ পর্যায়ে। এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রা করে বিহারে পৌঁছেছেন রাহুল গান্ধী৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওই জায়গাতেই মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন।স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা দেখা দিয়েছে৷ বাংলায় তৃণমূল একাই লড়বে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী৷তার এই ঘোষণার পরেও অবশ্য তৃণমূলনেত্রীকে ইতিবাচক বার্তাই দিয়েছে কংগ্রেস নেতৃত্ব৷ সবঠিকঠাক থাকলে,আগামী ৩১ জানুয়ারি ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদহ পৌঁছবেন রাহুল গান্ধী৷ ওই দিনই মালদহ জেলা সফরে মুখ্যমন্ত্রীরও পৌঁছনোর কথা।

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version