নজরে উন্নয়ন! আজ ডায়মন্ড হারবারে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোমবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক (Administrative Meeting) করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। পাশাপাশি, যে সব কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭ বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পুর এলাকার কাউন্সিলর, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। লোকসভা ভোটের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারকে সব সময় বিশেষ নজরে দেখেন অভিষেক। মানুষের বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন তিনি। পাশাপাশি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এছাড়াও সম্প্রতি নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’ নাম দিয়ে গত দু’বছর এই হেল্পলাইন শুরু করেছেন অভিষেক। যার মাধ্যমে এলাকার বিভিন্ন ব্যক্তি তাদের সমস্যা বা চাহিদার কথা জানান। অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায় বছরের শুরুতেই নিজের সংসদীয় এলাকার জন্য চালু করেছেন বার্ধক্য ভাতা।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleমঙ্গলেই বঙ্গে শুরু বৃষ্টি! চলবে কতদিন? বড় আপডেট হাওয়া অফিসের