Tuesday, November 4, 2025

কোচবিহারে প্রশাসনিক সভা, রাজবংশী ভাষায় স্কুল উদ্বোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

উত্তরবঙ্গ (North Bengal) সফরে রবিবার সন্ধেয় কোচবিহারের (Coochbehar) সার্কিট হাউসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে, মমতার সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পাঁচ দিনের সফরের জন্য রবিবার দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশে রওনা দেন মমতা। হাসিমারা বায়ুসেনার ছাউনি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী পৌঁছে যান কোচবিহারে।

এদিকে সোমবার ফুলবাড়িতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করতে পারেন। তার মধ্যে রয়েছে কোচবিহারে রাজবংশী ভাষায় পঠনপাঠনের ঘোষণাও। প্রশাসন সূত্রের খবর, রাজবংশী ভাষার অন্তত ২০০টি স্কুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৪৩টি নতুন বাসের সূচনাও করবেন তিনি। এছাড়াও এদিনের প্রশাসনিক সভা থেকে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, সোমবারের সভা থেকে কোচবিহারের শতাধিক রাজবংশী ভাষার স্কুলের সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এর পর মালদহ, মুর্শিদাবাদের কর্মসূচি সেরে কৃষ্ণনগরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর।

 

 

 

 

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version