Saturday, November 8, 2025

লাল-হলুদে উচ্ছ্বাস, কেক কেটে সুপার কাপ জয়ের সেলিব্রেশনে কোচ-ক্লেটন

Date:

কথা ছিলো বিকেল ৪-এর সময় ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত এবং ক্লেটন সিলভারা। তারপর ক্লাব লনে উত্তোলন করবেন ক্লাব পতাকা। কিন্তু সমর্থকদের ভালোবাসার জোয়াড়ে ক্লাব তাঁবুতে কোচ ফুটবলাররা এসে পৌঁছালেন রাত ৮ । আবেগের জোয়ারে ভাসলো গোটা লাল-হলুদ ।

দুপুর ৩-৩০ বিমানবন্দরে নামে ইস্টবেঙ্গল। কিন্তু বিমান বন্দর থেকে ক্লাবে আস্তে গোটা দলের সময় লাগলো সাড়ে চার ঘন্টা। গোটা টিমকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত হাজার হাজার সমর্থক। বিমান বন্দর থেকে গোটা টিমকে স্লোগান-র‍্যালি দিয়ে নিয়ে আসেন লাল-হলুদ সমর্থকেরা। বিমানবন্দরে চিত্রটা যখন এরকম। অপরদিকে ক্লাব তাঁবুতে সাজো সাজো রব। লেসলি ক্লডিয়াস সরণীতে লাল-হলুদ সমর্থকদের জন জোয়ার। স্লোগানে ভরে ওঠে গোটা ক্লাব চত্বর। একে একে আসেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, অলোক মুখোপাধ্যায়রা। আসলেন ইমামি কর্তারা। পতাকা উত্তোলন করলেন তারা। এরপরই এলো সেই মুহুর্ত। ক্লাবে পা রাখলেন কোচ কার্লোস কুয়াদ্রাত, অধিনায়ক ক্লেটন সিলভা, হিজাজিরা। ছিলেন ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার। কোচ-ফুটবলাররা ক্লাব মাঠে পা রাখতেই লাল-হলুদ সমর্থকদের স্লোগানে ভেসে যান তাঁরা। সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ জানান কুয়াদ্রাত। এরপরই কেক কেটে সুপার কাপ জয়ের সেলিব্রেশনে মাতেন তাঁরা। সামনে থাকে সুপার কাপ ট্রফিও।

এই সেলিব্রেশনের মধ্যে দিয়েই যেন আইএসএল দ্বিতীয় লেগের সূচনা করে দিলেন কুয়াদ্রাত। দুদিনের ছুটি, তারপর মিশন ডার্বিতে নামবে লাল-হলুদ। ৩ ফেব্রুয়ারি ডার্বি। সেই ম্যাচে নিজেদের উজার করার কথা জানান লাল-হলুদ কোচ। সমর্থকদের চোখও যেন সেই আশাই বুনছেন। এদিকে সূত্রের খবর, আগামিকাল জরুরি বৈঠকে বসছেন ক্লাবকর্তা এবং ইমামি কর্তারা। যেখানে আলোচনার বিষয় নতুন বিদেশি, ডার্বি।

আরও পড়ুন- সুপার কাপ জয় লাল-হলুদের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version