Thursday, August 21, 2025

গতকাল সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এফসি। ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। এই জয়ের ফলে দীর্ঘ ১২ বছর পর জাতীয় স্তরের ট্রফি ঢুকলো লাল-হলুদ ক্লাবে। কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। আর ইস্টবেঙ্গলের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে দলকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী কোচ, ফুটবলার, কর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্য।

এদিকে সুপার কাপ জেতালেও বোরহা হেরেরাকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলা মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চলছে লাল-হলুদের। কত তাড়াতাড়ি তিনি শহরে পা রাখেন সেটাই দেখার। চলতি মরশুমে শেষ পর্যন্ত বোরহা সঙ্গে গোয়ার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর জায়গায় লাল-হলুদে আসছেন আরও এক তারকা।
গত বছর ভিক্টর খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস), সেখানেই এখন খেলেন লিয়োনেল মেসি, লুই সুয়ারেজরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শহরে চলে আসার কথা রয়েছে এই ফুটবলারের। আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে। অন্য দিকে, বোরহা গোয়াতে যোগ দেবেন আগামী দু`দিনের মধ্যে।

আরও পড়ুন- সুপার কাপ জয়ের পর কী বললেন লাল-হলুদ অধিনায়ক?

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version